জীবনের আঁকা বাঁকা গতিপথে
বাসা বেধেছে মরিচিকা
নিয়তির কাছে পরিশ্রান্ত আমি
বিষবৃক্ষ বুনেছি আমি অনেক যত্ন করে।
আমার পথের গতি, যত আয়োজন ছিলো জীবনে
ভাংতে বসেছে সবই, শনির করাল গ্রাসে।
নিঃশর্ত দেনা পাওনা আর সব অসুন্দর বন্ধনের শিকল
জীবনের হিসাবে হিসাব করেনা
নিয়ম ভাংগার কঠিন প্রত্যয় নিয়ে এগিয়ে যায়
ভেঙ্গে দিয়ে যায় আমার নিয়তির সব শৃংখল।
নিয়তির কাছে পরিশ্রান্ত আমাকে এগুতে দেয়না
আমি পিছিয়ে পরি শরীরের ভাঁজে, অস্তিত্বের যন্ত্রনায়
প্রহরের দিন গুনে গুনে দিনান্তের রাত্রি পারাপারে
আমার দিন চলে যায়, আমার অদেখা জীবন থেকে।