তীব্রক্ষতমাখা জীবন সংঘর্ষে লিপ্ত আজ চারিধার
নীলিমার অপূর্ব সৌন্দর্যের বর্ননা তোমার,, বেহিসেবী জীবনে অগোছালো রিদয়ে অন্তিম প্রত্যাহার করিবার কি শখ জাগিলো তোমার মনে
ভাবিনি তো কখনো জীবন নামের অংক পাতায় সূত্রই প্রামাণ্যচিত্র। ভুল সংজ্ঞায়িত প্রত্যাশা ছিলো হয়তো খানিকটা, তবে কি অন্তিম পযন্ত রয়ে যাবে এ সময়, পিছুটান ঘিরে রয়েছে চারিধারে, সপ্ন নামকৃত ইচ্ছে গুলো শূন্যহীন আজ,আক্ষেপ জমে রয়েছে বেশ,সবকিছুই আজ নিরুদ্দেশ,মেঘেরা কি বুজেছে সে পূর্বাভাস,লিপ্ত প্রান্তে ক্ষত বিক্ষত শরীর নামের দেহখান,, নাহিবা কোনো সন্মান। বিক্ষোভে জমে থাকা সময় গুলো অন্তকাল। ভুলিবোনা এহো কাল।তরী ভিরাইয়া উপরি যাইওয়া দিও ভাড়াখান সে সুযোগ নেই তো জীবন। হারিবার তরে মরিয়াছো যে জন সে জন বুজেনি আবরণ, আমার এ দেহখান, সংগ্রামী বিপ্লবী সাহসী বীর পুত্রগণ তোমরাই করিবে কুরুক্ষেত্রে গমন,
ভবিষ্যৎ নেই হয়তোবা বাকিও নেই শুধু পড়ে রয়েছে সংঘর্ষ নামক ধূলিকণা।