দাবার চৌষট্টি ঘরের মত সাদা-কালো কিছু স্বপ্ন ছিলো,
একান্ত কিছু ইচ্ছা জেতার আপ্রান বাসনা;
রাজা-মন্ত্রী, হাতি-ঘোড়া,
সৈন্য-সামন্তর যুদ্ধে তোমার কুটচালে হেরে গেছি;
তুমি খেতাবী দক্ষ দাবাড়ু গ্রান্ডমাষ্টার।
কখনো ছুটে চলো স্পেসশীপের গতিতে,
আমার মনের মধ্যকর্ষন শক্তি ভেদ করে ছিনিয়ে নাও চঁন্দ্রবিজয়ের উল্লাস!
স্যাটেলাইটে বার্তা পাঠাতে থাকো,
ভুল মানুষের বার্তাকক্ষে;
আমার বুকে রেখে যাও নভোচারী বুটের ছাপ।
ভালবাসার স্পর্শে বুকের নগরীতে গড়ে উঠেছে পৃথিবীর ব্যস্ত সভ্যতা,
তোমার কু-মন্ত্রনায় ঘটতে পারে টু ইন টাওয়ার ট্রাজেডি;
কিংবা বাঁধতে পারে সেভিয়েত-জার্মানির রক্তক্ষয়ী যুদ্ধ,
আমার প্রতিরক্ষা ব্যবস্হা গুড়িয়ে দেওয়ার মত শক্তিশালী,
তুমি ভয়ঙ্কর পরমানু অস্ত্র সমৃদ্ধ শক্তিধর অ-বিশ্বাসী বিশ্ব নেত্রী;
যত্নে গড়ে তোলা সভ্যতাকে প্রতারকের হাতে সপে দিতে পারিনা।
শান্তি চুক্তির নামে মুক্ত করে দিয়েছো তোমার সমুদ্রসীমা,
তবুও ও সীমানায় প্রবেশ করতে প্রস্তুত নয় আমার অদক্ষ নৌ-বাহিনীর দুর্বল নৌ-যান;
প্রেমের জলসীমায় লুকায়িত গোপন সাবমেরিনের আঘাতে ডুবে মরার চেয়ে,
অশান্তিতে বেঁচে থেকে শান্তি ফিরানোর নতুন চুক্তি করা যৌক্তিক নয় কী?