কৃষ্ণকলি,
তুমি মিথ্যা বলো,
আমি মিথ্যা শুনি;
মিথ্যা বিদ্যার পরিচর্চা করে সত্যের পথ বন্ধ
মিথ্যার ঝুলি থেকে আসছে ভেসে দম আটকানো গন্ধ।
মিথ্যা তোমার বেশভুষা,
মিথ্যা সাঁজগোজ,
সত্যটাকে মিথ্যা করতে মিথ্যা বলছো রোজ,
মিথ্যা যদি এতই খারাপ সত্যি কেন বলো?
মিথ্যা স্বপ্ন, মিথ্যা চিন্তায় মিথ্যা পথেই চলো।
ছোট্ট মিথ্যায় পড়ছে চাপা বিশাল ভালবাসা,
মিথ্যা তুমি সৃষ্টি করে ভাঙ্গছো অনেক আশা,
মিথ্যা তুমি মিথ্যা প্রেম মিথ্যা চাওয়া-পাওয়া,
মিথ্যা বলে মিথ্যা ঢাকতে সত্য কসম খাওয়া।
'সত্যি তোমায় ভালবাসি'
এটাও মিথ্যা ছিলো,
তোমার চাপা কন্ঠ আমার সত্যি কেড়ে নিলো,
মিথ্যায় হোক বিয়ে শাদী-মিথ্যা বংশধর,
মিথ্যায় হোক স্ত্রী সন্তান মিথ্যার সংসার।