বাহিরে ঝটিকা বাতাস
আনকোরা মনে দগদগে ক্ষত,
ভিতরে-বাহিরে স্হালন হওয়ার পুর্বাভাস!
প্রতিকুলতা পেরিয়ে তোমাকেই অন্বেষণ করি,
জলাভূমির বুকে;
বৃহৎ ঢেউ আছড়ে পড়া সাগর তীরে,
ক্ষনপ্রভা আলোকে-
কোথাও তুমি নেই;
মরীচিকা ধোঁয়াশা স্মৃতি ভেসে আসে আঁখি পল্লবে।
কখনো কখনো মাঝরাতে ঠকঠক আওয়াজ হয় দরজায়,
অন্ধকারে ছুটে গিয়ে দরজা খুলে দেই-
দরজা খোলার অপেক্ষায় যেখানে তোমার দাড়িয়ে থাকার কথা,
সেখানে তুমি নেই;
দেখি দুটো কালো বিড়াল জুড়ে দিয়েছে হারা-জেতার লড়াই,
পরাজিত একটা বিড়ালের মতো নিজেকে গুটিয়ে নিয়ে ফিরে আসি বিছানায়।