নারী তুমি কর্ম রত
নিজ ইচ্ছা ই পূরণ করো ।
পুরুষের যে জীবন গেলো
কর্তব্য অনুকরনই বড়।
নিজের ঘাম ও সাথ ছেড়ে দেয়
দেয় না তবু ফাঁকি।
গিন্নি টা যে কান খেয়ে নেয়
কোমর বিছেটা বাকি।
ছেঁড়া জুতা টাও কান্না জুড়ে
মালিক,আর কত হবে দেরি।
নারীরা তবু কেন বলো
সকল পুরুষ অত্যাচারী।
লড়াই এ মাতো দুজন নারী
গিন্নি আর মাতার দাঁড়ি
পক্ষপাতিত্ব না করলে ভারী
তখন পুরুষ স্বৈরাচারী।
হাজার বায়না সোনার পরেও
-যদি যায় একটা খালি।
নাটক করো পরাধীনতার
সাজাও মিথ্যে অত্যাচারের ডালি।
দিয়ে দেখেছ কোনোদিন?
নিজ পুরুষের ইচ্ছার দাম।
না শুধু ভেবেছ ,কি করে বাড়াবে
নিজ ভোগবিলাসের মান।