তোমার সাথে - কবিতা মালা
                  তৃতীয় কবিতা
.....................................

হুম সেই রাত,মনে ফুর্তির তেজ
লঘু আলোর পাতলা ভিড়ের রাত মায়াবী স্টেশন
ক্লান্ত গাড়ি শক্তিক্ষয়ী পায়ে দাঁড়ালো এসে কাছে
পা চালিয়ে উঠে বসলাম রেল বক্ষ সিটে।
মুখ বইএর পাতায় গেলাম মুখ বুলিয়ে নিতে
দেখি তোমার নামের পাশে সবুজ বাতি বসে।
বুক ধড়পড় তবু পাঠালাম আমার প্রথম মেসেজ
তারপর তোমার উত্তর এলো, শীতল হাওয়া স্নান করিয়ে গেলো।
ভিনদেশী অনুভূতি বয়ে গেলো দেহে,পা এর ওপর পা উঠলো ধেয়ে।
তারপর শুরু খোশগল্প , হাত চললো চিলের সাথে
হাতে তখন ভাষার ছটা,কবিতা ফুটে বুকে প্রাণে
অনেক সময় ছুটলো সেজে ট্রেন এর সাথে বেগে

ঘড়ির কাঁটা কতদূর গেলো ছেড়ে, সে হিসাব করার আগেই-
তুমি বললে ঘুম পেয়েছে ,নেভাও সবুজ  বাতি
তুমি গেলে ঘুমের দেশে ,আমি বসে  এক শালিক এর  বেশে।
মনে আন্দোলনরত অজানা রঙিন ছবি,জানিনা কি ছিল তাদের দাবি।
প্রেমভ্রুন টা উঠলো নেচে,কালো রাতে নিমজ্জিত রেলের গতিরি সাথে।
স্বপ্ন দেশে পাড়ি দিলাম, আকুল ব্যাকুল করে ডাকা ঘুম বন্ধুর সাথে।
প্রেম এখন তুই গর্ভেই থাক ,কালকে নাহয় দেখা হবে আমার মাটির ঘরের রাতে।
_____________________________________________