দরজা বন্দী হিটারের এর ওপর কেটলি টা
কি যেনো বলে যাচ্ছে।
সো সো ভুর ভুর,বুঝতে পারিনি, কলেজ এ উঠে
ওড়িয়া শিখতেই শেষ।
এতো কেটলি ভাষা , শেখাবে কে,তুমি।
হুমম থাকলে হয়তঃ
ঠিক তুমিও ওই জল কণার মত।
যে তোমাকে ভালোবেসে থাকতে দিল
নিজের ভেতর গহে ,
তাকেই তুমি ছাড়তে এলে,এখন তুমি পাল্টেগেলে
তুমিত এখন বাষ্প কণা।
কত টান,কত প্রেম,ওই গগন মেঘ এর সাথে।
কেনো দেখালে সুখস্বপ্ন,কেনো লেখালে গালগল্প,
কেনো শোনালে এত পদ্য।
চশমা চোখে ছুটে গেলে, অজানা মেঘের কাছে,
জানো কি সে তার,ভেতরে রাখে,লাল সূর্য ঢেকে।
সূর্যের আছে অনেক ছটা,থাকবে তুমি কই।
বলছি শোনো ফিরতে হবেই ,পড়া বাকি,
অনেক পদ্য বই।
বৃষ্টি হোয়ে আসতে হবেই,সূর্য দেখে পাল্টে যাবেই,
আবার হবে দেখা,আমাকে ধোয়া,ওই পুকুর ঘাটেই।
যখন তুমি দেবে ধুয়ে আমার ক্লান্ত শরীর,
ভেবোনা আবার ফিরিয়ে নেবো ,করবো শুধু ক্ষমা।