ইচ্ছে তুই কি বলতো ,শুধু বায়না,করিস ভারী জেদ।
সামর্থ্যের সাথে লড়াই করিস,ডানপিটে তুই বেশ।
যুদ্ধ থামাও, মিশতে শেখ ,সমানুপাতিকে ঢল।
নইলে জেনো দিচ্ছ সাজা, মনিবের চোখে জল।
চাপের গজে উঠছে কাঁটা,ফাটবে এবার মাথা।
তন্দ্রা এবার তালাক দেবে, বিষণ্ণতায় গাঁথা।
ইচ্ছে তুই বায়না কমা, জীবন সবে তাজা।
সামর্থ্য তোকে হারিয়ে দেবে , দেবে কঠিন সাজা।
ক্রন্দনে তুই লুকিয়ে যাবি, দেবে চাপা ধামা।
হারিয়ে যাবি ব্যগ্র ঝড়ে, দর্প টা তুই নামা।
বিনাশের মুখে পড়বে মনিব,একা আর খালি ঘর।
লালোসা যে তোর ব্যাগ ভর্তি, শীঘ্র খালি কর।
নইলে আবার বেরোতে হবে ,লোকের কাছে ভিখ।
মনিব তোকে বেশিই ভাবে ,তুই ও ভাবতে শিখ।
নারী কে তুই দেবী বলিসনা? যৌণ সেবার দল।
পুরুষ কে যেনো কি বলিস তুই, তৃপ্তি দেওয়ার কল।
সমাজ এবার ছুড়বে তোকে, কাম শিখায় ঢাল জল।
ছুটতে থাকিস বন্ধ চোখে জানিস হবে হার।
এত কেন ভর্তি মোহ , হয়ে যাবি ছার খাড়।
নেশা টা তোর খুব বেশি না মাতাল হতে চাস।
ঘটির ঘী হারিয়ে যাবে,খাবি গাধার দেওয়া ঘাস।
ক্ষীণ কথাতেই রক্ত চড়াস, এত তোর গর্জন।
নিপাতনে যাওয়ার আগে দে ক্রোধের বিসর্জন।
ইচ্ছে তুই মিলিশ ডানা, আকাশ মেপে দিস উড়ান।
ব্যাকুল কি তুই,ধ্যানে বসে যা,পড় আধ্যাত্মিক পুরাণ।