মেঘ করছিল রাগ, গোমড়া মুখ, আর গড় গড়।
সদ্য উড়তে শেখা হলুদ পাখি ,পা কাঁপায় থর থর।
লাল মিশিয়ে রাগ মুখ মেঘ ,শ্বাস ছারে,করে গর্জন।
প্রতিযোগিতায় নামলি আবার,গর্ব ছিল একলা ওড়ার।
পৃথিবী ছানা বলতো কতো, যদি হতাম ওই মঘের মতো।
ভেবেছিস কি আমি কানা, স্বপ্ন দেখাস ওদের মিলতে ডানা।
এখন আমার কমেছে নাম দিবি যে তুই ভারী দাম।
পাখি টাকে মেঘ ভয় পাওয়ালো, হিংসা বেগুনি চোখ দেখালো।
যখনই তুই মিলবি ডানা, আছড়ে হবে হাড় খানা খানা।
পাখি তবু ভয় পেলোনা, ঝরের বাধা থই পেলনা
গান ধরলো ঠোঁট দুলিয়ে ,প্রশ্ন সুধায় বুক ফুলিয়ে
ভুলে গেলি তুই জলের ছানা,অহংকারে তোর চক্ষু কানা।
উড়ে দেখালো সে আকাশ চিড়ে,মেঘের ওপরে সে দেখে ফিরে।
মেঘের মতো আরো কতো,হারিয়ে গেলো সব অঝোর ভিড়ে।
হলুদ তরুন তুমি ভয় পেওনা,নগ্ন সমাজ মেঘের ধার ধেরনা।
সাজাও তোমার গুণের সাজি, ফোটাও সাফল্যমন্ডিতর বাজী ।