আজকাল পোড়া বিড়ির মতন পথে পড়ে রই,
কিম্ভুতকিমাকার মানুষেরা ফেলে রেখে গেছে আমাকে।
পরিচিত বৃক্ষ জুড়ে কাঁটার বসতী
আমায় ঘরহারা করেছে, বানিয়েছে রাস্তার মুখ্যমন্ত্রী।
যেখানে অনাহারী শেয়ালের ডাক শুনে
একমুঠো ডালভাত নেশার মতন জেগে ওঠে শিরায়।
আমি পাললিক পথ ছেড়ে
কঠিন রেললাইন বেয়ে চলি মানবিকতার জংশন বরাবর।
যেখানে মর্গের মতন কাটাছেঁড়া হয় মৃত নরত্বের দেহ।
আমি পোড়া বিড়ির মতন পড়ে রই,
বাতাসের আঘাতে উড়ি পথের সীমান্ত থেকে নর্দমায়।
কোন মর্মান্তিক বিসর্জিত কবিতার মতন
হাতের মুঠোয় মুচড়ে হারিয়ে যাই ডাস্টবিনে চিরকালের জন্য।
মানুষের লজ্জানত ভঙ্গিমা দেখে
আদিম ডাকাডাকি জাগে বুকের বিস্তীর্ণ পতিত জমিতে,
সবুজ ফসলের মাঠ খাঁ খাঁ করে অনাদরে।
অথচ একদিন আমিও ছিলাম মানুষের দলে,
আমিও বিলিতি চুরুটের মতন দামি বাক্সে শোভা পেতাম।