কত সহজ এই ভালবাসা?
এত দূর পথ, যোজন যোজন দূর; কবেকার ফেলে আসা।
কিছু কথা, কিছু বার্তালাপ,
অথবা কয়েকটি গীতিকবিতা!
এতেই কি ভালবাসা হয়?
এটুকুই কি যথেষ্ট ভাবী সাম্রাজ্যের স্বপ্ন দেখার?
আমার অতীতের পৃষ্ঠা উল্টে দেখনি তুমি, হে বালিকা!
দেখনি ক্রোধের পরিসীমা, কিনবা অহমের কলঙ্করতা।
স্বার্থের কারণে আমিও যে হয়ে যাই কামপরবশ অমানব!
ভেঙ্গে ফেলি আয়নার প্রাচীর, জ্বালিয়ে দেই বাগিচা;
এমনকি নিষ্পাপ হৃদয়- কোনো সুচেতা নারীর।
তার লেশমাত্র ধারণা নেই তোমার!
তুমি দেখনি আমার প্রতিশোধ,
কথা না রাখা মুহূর্তগুলো,
দেখনি আমার অবহেলা,
কিনবা শোননি অতৃপ্তির শীত্কার; যখন তখন।
তবে কি করে ভালবাসা হল?
হয়তো হয়েছে, ভালো টুকুই বাসা হয়েছে; মন্দ টুকু নয়!