হে পথিক প্রণয়িনী, তুমি পথ চিনে নাও,
আমারই কাছে, তোমার মানচিত্র আছে।
দূর থেকে দূর, সুদূরবর্তী পথ,
ফসলের মাঠ, নিঃসঙ্গ অশ্বথ;
উদ্যান-মরুদ্যান, অনন্তর হেঁটে যাওয়া,
বরফ গলা শৈবলিনী, অথবা চৈত্র ফেরত নষ্ট হাওয়া!
যথাযত আঁকা আছে; আমারই কাছে, তোমার মানচিত্র আছে।

যে মানচিত্রে আঁকা আছে নকশাকাটা তারাদের আস্ফালন,
আছে নভোনীল ভুল ভুলাইয়া খসে পড়া নক্ষত্রের বিবরণ।
যে মানচিত্রে নেই সময়ের কাঁটাতার,
আছে শুধুই নিভৃত চলাচল; সতর্কবাণী বিপথ কিনারার।
সে মানচিত্র হাতে অপেক্ষায় শতযুগ আছি বসে,
তুমি আসবে জানি
হে পথিক প্রণয়িনী, একদিন এ প্রেমের আপোষে।
সে পথ চিনে নিতে তুমি এসো আজ কাছে,
আমার কাছেই যে, তোমার মানচিত্র আছে।

পাড়ি দেবে পথ, প্রচণ্ড অংশুমালী অথবা নির্জন নীলনদী,
তোমার গন্তব্যে আমার নিশানা যেখানে সীমান্তের অবধী।
ইচ্ছে হলে আমায় সঙ্গী করো পথের,
হেলায় গন্তব্য ছোঁবো দুজন প্রেরণা হবো বিপন্ন নিশীথের।
সে মানচিত্র গুনে একাই যেতে পারো প্রাপ্তিতে,
তবু মিলবো জানি
হে পথিক প্রণয়িনী, একদিন পথের সমাপ্তিতে।
সে পথ চিনে নিতে তবু এসো তুমি কাছে,
আমার কাছেই যে, তোমার মানচিত্র আছে।