তুমি রাখো, আমার বুকের জলন্ত আগুনটুকু!
বিন্দু কিবা আকাশ করে,
নিশ্বাসের মত হৃদপিন্ডে আকড়ে,
অথবা কাঁজল করে দুচোখের পাড়ে
তুমি রাখো, আমার বুকের সমস্ত আগুনটুকু।
যেদিন মুহুরী বাড়ির সাঁকোটা একা একাই পার হবে,
পথের ধরে বিষন্ন লজ্জাবতী ছুঁয়ে দিগ্বিজয়ের গল্প শোনাবে,
যেদিন তোমার ছবিঘর হতে খসে যাবে
আমাদের সবগুলো সুবর্ণ অতীত,
যেদিন তোমার স্পর্শে, অশ্রুতে কিবা উত্তপ্ত নিশ্বাসে
আমি আমি গন্ধটা হবে ম্রিয়মান!
তোমার আরাধনায় আমার স্তুতি হবেনা আর।
অবধারিত ঝড়ে যেদিন ধসে যাবে কাঁচের দেয়াল,
অথচ আমি থাকবোনা এভাবে, তখন!
সেদিন অন্তত সামনে চলার জন্য প্রয়োজন হতে পারে;
তাই রাখো, আমার বুকের আগুন, সমস্ত আগুনটুকু; তুমি রাখো।