আমি তোমার যোদ্ধা হতে চাই,
তোমার জন্য যুদ্ধ করতে চাই!
তুমি আজ একা নও, একটুও নও;
বাংকারে বাংকারে গিয়ে জানাতে চাই!
আমি তোমার যোদ্ধা হতে চাই!
যখন সমস্ত পৃথিবী তোমার পিঠের বোঝা হয়ে দাঁড়াবে,
মেঘ্ধস হবে আঙ্গিনায়, শুধুই আগুন ছড়াবে।
যখন বসন্তে হবে জলপ্লাবন অনিঃশেষ পারাবার
তোমার সূর্য আহত হয়ে অবিরাম বিলাবে আধার!
তখন তোমার সামাল হতে চাই,
প্রলয় আবর্তে চারপাশে বেষ্টন হয়ে
অটল ঘিরে থাকতে চাই,
আমি তোমার যোদ্ধা হতে চাই।
যখন তুমি অস্তমিত হবে, ভরা যৌবনা সাঁঝে;
একটু একটু করে নিভে যাবে নিরেট বৃত্ত মাঝে।
যখন কৃষ্ণচূড়ায় আরক্তিম আবহ ঝল্সাবে দুনয়ন,
মেন্ডোলিনের সুর যখন তুলবেনা আর আলোড়ন।
তখন তোমার উপশম হতে চাই,
প্রতিবিধান শিখিয়ে আবার যুদ্ধে
তোমায় প্রস্তুত করতে চাই,
আমি তোমার যোদ্ধা হতে চাই।
যদি নিশ্চিত পরাজয়ে বিচূর্ণ হয় আকাঙ্খার প্রাচীর,
বন্দী হয়ে যাও তুমি, শেকল ভারে হও নতশির।
ওপাড়ের পরাভূত কান্নায় কফিনের কাব্য শোনো যদি,
উষ্ণ রক্তবর্ণ হয়ে যায় চেতনার বরফ গলা নদী।
তখন তোমার সমঝোতা হতে চাই,
নিজের সমস্ত শরীরবিন্দু সমর্পণ করে
তোমায় মুক্ত করতে চাই,
আমি তোমার যোদ্ধা হতে চাই।
আমি বাংকারে বাংকারে জানাতে চাই,
আমি হুংকারে হুংকারে জানাতে চাই,
আমি তোমার জন্য যুদ্ধ করতে চাই,
আমি তোমার ইশারায় রুদ্ধ হতে চাই,
আমি তোমার বিরোধীর বিরুদ্ধ হতে চাই,
আমি তোমার যোদ্ধা হতে চাই,
আমি তোমার যোদ্ধা হতে চাই।