জানি এত্তগুলো রাগ করে গাল ফুলিয়ে বসেই ছিলে!
বিছানায় শুয়ে ঘুমকাতুরে দু'চোখ ভরে কেঁদেছিলে!
রেশমি পরশে খুব যতনে ভেঙ্গেছিলে তাই খেলাঘর,
গড়েছিলে যে ঘর আমার লাগি রাত বিনুনির পর।
মোমের বাতি নেভেনি তখনও জ্বলেছিলে একসাথে,
সুধার পেয়ালা অমৃত তার হারিয়েছিল ক্লান্ত হাতে।
আমার খোঁজে নক্ষত্রের দুয়ারে গিয়েছিলে বারেবার,
ফিরতি পথের অন্ধকারে জেগেছিল চন্দ্রমা দ্বিধার।
এড়াতে পারি দায়টুকু শুধু ভালোবাসার কাছে হারি,
তোমার আধার মহীয়ান জেনেও শূন্যে বানাই বাড়ি।
হাতের মুঠোর স্বর্গ তুমি হাতের মাঝেই উজাড় করি,
সিংহাসনে তোমায় সাজাই কুয়াশা জলের হৃদয়েশ্বরী।