কবিতার বদলে আমাকে অন্তত একটি স্বপ্ন দিও
প্রেমের বদলে সুগন্ধা নদী
আর তোমার বদলে অকুন্ঠ আকাশ।

আমি কষ্ট নিয়েই বেঁচে থাকতে চাই
আর চাই সবাই আমার মতোই কষ্টে থাকুক
সবাই বুঝুক, কষ্টে থাকার নামই সুখে থাকা।
আমি প্রতি রাত জেগে অভিশাপ দেই
তাদের যারা স্বরাজ চেয়েছিল
তাদেরও যাঁরা নিজেদের নিয়ে কথা রাখেনি
আর তাদেরও যারা আমারই মতো আর-এক।
আমি আর একটু জাগ্রত হতে চাই
খুব সামান্য, যাতে স্বপ্নের ঘোর না কাটে
এ ঘোর এনেস্থিসিয়ার মতো ব্যাথা নিবারক
নাহলে এত অকারণ আঘাত সইতো না যে।
ভেসে যেতে যেতে, এক আলো কুঠুরির সামনে
তোমাকে দেখেছিলাম, বড় সুখে আছো তুমি
প্রচন্ড উৎকন্ঠার ভিতর এও এক প্রশান্তি
কাঙালের কাছে প্রাণ ভিক্ষা,
এখন আর রাতে আলো জ্বালি না
আলো দেখে মানুষ ভেবে না বসে
বেঁচে আছি,
আমি তো প্রতারক ছিলাম না কখনোই।
একবার শুধু মনে করে দেখো
কি পেলে আমাকে ছেড়ে
নির্লজ্জ ভালোবাসা তো সবাই পারে না দিতে!