রাতের অন্ধকারে যে গণিকার সন্ধানে বের হতো
সে আজ একা নয়
তারই মতো ক্ষুধার্ত আজ উঁচু অট্টালিকার বাসিন্দারা,
রোজ রাতে বিছানার নারী বদলী হয়
আরও একটু মাংস পিন্ডের তৃষ্ণা,
আরও একটু সময় ধরে উন্মাদনা!
এতকিছু আমার জানবার কথা নয়
এত কলঙ্কিত মুখের মুখোমুখি আমার হবার কথা নয়
একই শহরে বহু ভিন্ন নগরী, ভিন্ন নগরে থাকা।
আমার কাছে ওরা আসে অভিশাপে দগ্ধ হয়ে
মুক্তির আশায়, রোজ অন্ধকারের হিংস্রতা থেকে
কানে কানে অনেক কিছু বলে যায়
অনেক কালো রক্তের ইতিহাস সব
অনেক লজ্জার প্রহসন,
সবার ধারনা পবিত্র অমৃতের ধারক আমি!
বহুরূপ বাতাসে জীবন বিলানো হয় এখানে
আমার হাতে, আছে সংকীর্ণ গলি আর প্রসস্থ উপাখ্যান।