সংকীর্ণ জীবনের বেদনাগুলো
খন্ডবাক্যে ভিন্ন অর্থে লিপিবদ্ধ হয়,
নদীর গভীরে লুকায়িত একটি লাশ
বেদনাহীন-অনুভূতিহীন
ডুবুরি, তুমি আর কত নিচে নামবে?
খানিক টাকার লোভে তুমি
তাকেও সংবাদপত্রে নিলাম করে দিলে!
আজ ছেলে তার মাকে হত্যা করেছে
বলো, ছেলে কি একদিনে অমানুষ হয়?
নারী ধর্ষণ-গৃহবধূ হত্যা-এসিড নিক্ষেপ
আর বিনোদনের পাতায় নায়িকাদের নগ্ন হাটু।
এর চেয়ে এসো দরপত্র আহ্বান করি
রাতের নির্লজ্জতায় বিক্রি করি সম্ভ্রম
সাথে ফ্লোরে পরে থাকুক গতকালের পত্রিকা
সারাদিন মেয়েটা ওতে চাকুরি খুঁজেছে।
প্রহসনগুলো বাদ থাকুক
ওগুলো কাউকে কষ্ট দেয় না
কষ্টতো দেয় যখন দেখি
আবার সকালে পত্রিকা এসেছে।