আজ যদি বলি আমি শুধু ক্ষমা চাইতেই এসেছি
তবে কি ফিরিয়ে দেবে আমায়?
জানি বলা সহজ,
সব দুয়ারের লোভ সম্পূর্ণ করে
এখন খালি পেয়ালায় অসহায় ভান ধরা কেবল।
তবু বলবো আমি শুধু ক্ষমা চাইতেই এসেছি
তবে কিনা,
খালি হাতে চলে যেতে আসিনি আজ,
সর্বত্র পঁচা প্রাচীন লোকগুলোর গন্ধ
আমার পেছন পেছন আসে
আমি দুর্বল বলে জাপটে ধরে আমায়
অথচ তুমি হাত বাড়ালেই সুগন্ধে ভরে যায় সব,
আমি তাই নিতে এসেছি
যেটুকু ভাগে পাওয়া যায়,
বিনিময় করার কিছু নেই আজ
একটা সম্পর্ক তৈরি হলেই তা পর্যাপ্ত বিনিময়
যাতে লাভ কেবল আমারই
আমি শুধু লাভই করতে চাই
একদিন হয়তো সম্পূর্ণ হবে ভালবাসা
তখন আর অন্ধকারে জরানো হবে না,
জানি সময় দিয়েই সম্ভব
রোজকার গ্লানি মুছে ফেলা
তাই আজ খালি হাতে শুধু ক্ষমা নিতেই এসেছি।