এখানে মানুষের থেকে মুছে গিয়েছে মাটির গন্ধ
কে আছো? যে রক্তের তুলনা করতে পারো,
এখানে রক্তের থেকে মুছে গিয়েছে শ্লোক বাক্য
আর কেউ না জানুক, অসীম ইশ্বর তো জানেন
কবিতার হাত থেমে গিয়েছে
করুণারা বিষ হয়ে পাতায় পাতায় ছড়িয়ে পরেছে।
পঁচা গন্ধে বসন্তের হাওয়া ফুসফুস গুলোকে
প্রতিনিয়ত আষ্টেপৃষ্টে নিংড়ে নিচ্ছে!
এ যে কেবল বেদনামাত্র, উপলক্ষ্যহীন-আশ্রিত
আষাঢ়ের গল্প ফাঁদার মতো
সুখে আছে, যারা ভালোবাসতো
আর যারা ভালোবাসবে, সবাই
শীতের বৃষ্টিতে গা ভেজানোর মতো।
অংকে অংকে শতবর্ষ বিস্তৃত প্রেম
আর তার প্রাচীন গল্প, এরাও এতটা দুঃখ দেয় না
যতটা দেয় কবিতার পঁচা গন্ধ।