মালতী, আমায় দুটো কবিতা উপহার দিও
যা তোমার অন্তরে লিখা।

ভুল বুঝোনা, তোমাতে আমার কোনো লোভ নেই
আমার শুধু কবিতার লোভ।
চঞ্চল-উদ্দাম একটি কবিতা আমায়
ফিরিয়ে দিতে পারে প্রাণ,
অবিশ্রান্ত ঘূর্ণনে যার কিছুই থাকেনা বাকি
তারও বুঝি কবিতা সহায়
তারও বুঝি কবিতার লোভ,
শূন্য নীলে কবিতা তার আজন্ম পরিচয়।

কবে কে তোমার অন্তরে রেখে গিয়েছে ওগুলো
কোনো এক কবি, তোমাকে ভালোবেসে
তাই বলি মালতী,
আমায় দুটো কবিতা উপহার দিও
যা তোমার অন্তরে লিখা।