না অমাবস্যায় না পূর্ণিমায়
সেদিন সন্ধ্যা রাতে,
আকাশের চাঁদ ওঠার আগে
ভালবাসতে চেয়েও না পারার পর!
আমি বলেছিলাম, দিন এবং রাত সব সমান,
মুঠো ভর্তি আত্মবিশ্বাস আমাদের নিয়ে যেতে পারে
যেখান থেকে সবাই ফিরে আসে।
যদি ইচ্ছে হয় তুমিও ফিরেই এসো
তবু জানিয়ে এসো,
এই সীমানায় এসে সবাই হোঁচট খায় নি,
কারও কারও অবহেলাও ছিল
বলো, কালো কাপড় শুধু খুনের আসামি পরে না
এটা অনেকের কাছে পুতুল সাজানো খেলা
সবাই ছোটবেলায় সবকিছু ফেলে আসে না।