পাওনাদারেরা রোজ বিছানার পাশে ভিড় করে
অযাচিত ভয় এসে জাগিয়ে তোলে আমায়
কখনো এক পয়সা চুকোই, কখনো দুই
ওদের সংখ্যা অনেক।
আমার কাছে পাওনাদার দুটো রক্তজবা
অনেক কষ্ট নিয়ে ওরা ঝরে পরেছে
আমাকে বলেছিল একটু যেন ওদের দিকে তাকাই
সেই পাওনা ওরা চায়।
আমার কাছে পাওনাদার প্রতিদিনের ফোনকল
যা প্রতিশ্রুতির বোঝা নিয়ে বেড়ায়
যেখানে সহজেই অশ্রু লুকানো যায়,
আমার কাছে পাওনাদার আধ-খাওয়া সিগারেট
যাকে সময়ের অভাবে ফেলে দিয়েছিলাম
ওকে কেউ কুড়িয়ে নেয় নি!
আমার কাছে পাওনাদার
প্রবল আক্রোশে ছুঁড়ে ফেলা চায়ের পেয়ালা
যার ছিঁটেয় নষ্ট হয়েছে রঙিন দেয়াল
আমার কাছে পাওনাদার একটি চিরকুট
যাকে আমি দুটো শব্দ দিয়েছিলাম
সবাই যাকে কলঙ্ক বলে অপবাদ দিল
আমার কাছে পাওনাদার ল্যাম্প পোস্টের আলো
যার নিচে তুমি সারারাত অপেক্ষায় ছিলে
শেষমেশ আলো নিভে গেলে বুঝেছিলে
রাতের ব্যাপ্তিতে নয়, তোমার ছায়ায় ভাটা পরেছে।
এত এত পাওনাদারদের মাঝে তুমিও আছো
সবার শেষে এক কোনায়
হাতে এনেছো দুটো ব্যাথার ট্যাবলেট,
অথচ আমার এখন আর কোনো ব্যাথা নেই,
ছিঁড়ে যাওয়া চটি জুতোর মতো,
যে অবহেলায় এতটা কাল সব ধার নিয়েছি
ফিরিয়ে দিতে পারি এক শর্তে,
তুমিও নগ্ন হবে, যেভাবে আমি হয়েছি
সবাই দেখুক তোমায়, যা লুকিয়ে রেখেছো এতকাল
অতঃপর আমি হাসিমুখে সব ফিরিয়ে দেব।