এক

সত্য সমুদ্র
ওর জল আছে, মাছ আছে, ঢেউ আছে
আরও আছে টাইটানিকের ধ্বংসাবশেষ
আছে কলেজ থেকে পিকনিকে আশা
সদ্য জওয়ান ছেলেটির লাশ, তীরে ভাসমান।
গভীর অন্ধকারে ইশ্বরের পদচিহ্ন
আর লোভের সামগ্রী,
এই সমুদ্রে জেলেরা প্রতিদিন নৌকা নিয়ে বেরোয়
পারে বসে ফিতে দিয়ে দৈর্ঘ্য মাপে বালক
যদি এক লাফে পার হওয়া যায়
অনেকের ইচ্ছের মতোই এই সমুদ্র
বিশাল তবু বহমান নয়।

দুই

আর এক মিথ্যা সমুদ্র
স্রোত নেই, হাঙর নেই, ঢেউ নেই
শুধু বহমান, পারি দেয় অজানা দূরত্ব
জীবন নেয় না, নেয় আরও বেশি কিছু
নোনতা জলের কারবারি
এই সমুদ্র শুকোয়, আবার জলে ভরে ওঠে।
তুমি শুধু একবার কাছে এসে দেখো
তোমার জন্য বন্যা হয়ে ভাসাবে লোকালয়,
এর গভীরে আক্ষেপ আছে, আছে ইশ্বরের ক্ষোভ
সময়ের ধূলো গায়ে পরন্ত বিকেলে
বড় সুন্দর লাগে এই মিথ্যা সমুদ্র, বড় আপন লাগে
মিথ্যাটুকু বাদ দিলে ওর সবটুকুই সত্য।