অনন্ত অন্তরীক্ষে অগণিত নক্ষত্র
সপ্নীল অন্তর্ধ্যানে অপ্রকাশ্য আকাঙ্খা।
অসম্পূর্তার ভীড়ের অাবছায়া ঘোরে
ভেসে চলে সারাক্ষণ মৃদু ছন্দ গীতে
সুবিশাল সপ্নময় অফুরন্ত আঁশা।
দ্বীপ্তিময় সুউজ্জল শিখার আবেশে
সাজানো সপ্ন মুছে যায় এক বর্ষনে
সহস্র কামনা বাসনার অন্তরালে।
জ্ঞানের রুপরসে আসক্ত অন্তর্ধ্যানে
ঘূচে গেল মৌলিক অযাচিত বাসনা।
সুচিন্তিত সিদ্ধান্ত যথাযথ প্রয়োগে
জাগরুক সুশিক্ষার যথার্থ আলোয়,
স্বশিক্ষিত জাতির সুগঠিত স্বদেশ
সুনিশ্চিন্ত উন্মোক্ত আলোড়িত আদর্শে।