পৃথিবীরে সৃজেছেন সৃষ্টি রচয়িতা
বন্ধন বাসনা,বিষাদ-বিরহ বৃত্তে,
শক্তিধ্যানে মহাশক্তিতে পূর্ণ ধরণী
জন্ম-জন্মান্তরী গোধূলি ঊষার আলো।
শীহরনে প্রাপ্ত প্রশমেয় পূর্ণ বিধি
দেবীগুণে মেনকা, উর্বশী,তিলোত্তমা
নিত্য দেবালয়ে পূজ্য পুষ্প-ধূপ-দীপে
সেই কি মায়াময় অপরূপ বিস্ময়!
সর্বজয়ে পারদর্শী চিরঞ্জীব রূপে
মণি-রূপে বিশ্বরূপ বশীভূত প্রাণ
সামান্য সেই অসামান্য ইন্দ্রিয়স্থলে।
অতিপ্রাকৃত সৃষ্ট দ্বৈত ষ্পর্শের আলো
চিরসত্য জীবন শিখার সু-উজ্জল
মধুলগ্নে মুগ্ধ শোভা, সৃষ্টি তত্ত্ব রচে।