মহাকাল পরিক্রমায় অনন্ত প্রাণদ স্পন্দনে
মহিমান্বিত দ্যুতি ! পরিতুষ্টি কোন উপাচারে?
চীর সজীব সক্রিয়ায় সর্বশ্রেষ্ঠ পূর্ণ অবয়বে,
নিষিক্তমাণ প্রাণের ধারণার চিরন্তন প্রদীপ।
অসীম অন্তর্ধ্যানে প্রাপ্ত সুপ্ত আলেখ্যমালারুপী,
নিঃসীম মনো গহ্বরে আবর্তিত অভিরুপ রেখা।
অনাদরে অসংযত অনিয়ন্ত্রিত জীবনাচরণ গতি,
যাচি সুপক্ক অনুরাগীকূলে সুনিশ্চিত জীবনানন্দ।
উত্তরায়ণের নব উচ্চ কল্প লক্ষ্য স্থীর শীরে
সুচেতনায় নশ্বর সু-মহান ঈশ্বর সম জ্যোতি,
সরস আস্বাদনে অভিভূত বিষ্মিত বিমূর্ত ধ্যানে
সগৌরব সাহচার্যে সংস্রব সত্য জ্ঞান সনাতনে।
মানবীয় প্রাপ্তির প্রফুল্লিত সুগভীর সুবিচারে
চাই প্রকৃত আরতি প্রগতিশীল বিশ্ব চরাচরে,
হৃদাসনে পূজ্য নিত্য নিভৃত মহাশক্তি স্বরূপা
সযত্নে লালিত করুণ কোমল শ্রদ্ধা ভক্তি ধনে।