আজব ধরণীতে ফাগুন উচ্ছলিত
প্রণয়ো বিনয়ে বিমুগ্ধ চন্দ্রবদনা।
শ্রাবণ কাননের জুঁথীপুষ্প সৌরভে
উদিত গগনে সরসী বর্ণ চন্দনী।
পরাণে প্রেয়সীরে স্মরে উন্মুক্ত শীরে
নিভৃত নিঁশীথে সবল কল্পনে পূজি,
বিফলেতে বৃথাই হবে গো এই স্মৃতি
সুভাসিত মন রচে তবু মধু গীতি।
একান্ত উদাসে যে সৃজেছে হৃদাসনে
যাতনে-বিমোহিত যত সকল জ্বালা।
ভূবনে অবিস্মরণীয় আশ্চর্যস্তম্ভে,
লহগো প্রেমো-অপ্রেমো, বিদ্রোহী চেতনে।
এই নিভৃত নির্জীব চেতনায় চাহি
প্রেমে-অপ্রেমে,বিরহ-বেদনায় বাধি।