স্বপ্ন দেখি স্বপ্ন
সত্য স্বার্থক স্বপ্ন
নিত্য বান্ধব স্বপ্ন
একাগ্রতার স্বপ্ন
মনুষ্যত্বের সুতোয় গাথা
সূক্ষ নিয়মে বাধানো
উদ্দীপ্ত সাম্যের স্বপ্ন।
কঠিন ধৈর্যের স্বপ্নে
প্রত্যাশিত লক্ষ্যে বিভোর
যুগোপযোগী স্বপ্নে মগ্ন
নতুন প্রেরণার স্বপ্ন।
একতার চিরন্তন মন্ত্রে
এগিয়ে যাওয়ার স্বপ্ন
সমুজ্জ্বল চেতনার স্বপ্ন,
সংস্কার সাধনে মত্ত
চীর স্থায়িত্বের স্বপ্ন।
হাজার নিরাশার ভীরে
গভীর চিন্তায় চিত্রিত
শুভ্র মননে অঙ্কিত
আকাঙ্ক্ষিত আবেশে বিভোর
জ্ঞান প্রজ্ঞায় আগ্রহী
উৎসুক প্রজন্মের স্বপ্ন।
দিন বদলের স্বপ্নে
চিন্তাধারা বদলের স্বপ্ন।
নতুন প্রাণের স্বপ্নে
নিত্য ছন্দ সুরে মত্ত
নতুন গানের স্বপ্ন,
নতুন কাব্যের স্বপ্নে
স্বর্ণাক্ষরে লিখিত সভ্য
নতুন ইতিহাসের স্বপ্ন।
যে স্বপ্নে চাকার গাড়ি
যেই স্বপ্নে সমুদ্রচারী
য স্বপ্নে আকাশ পাড়ি
যে স্বপ্নে এলো আলো
সেই স্বপ্নের স্রোতে ভাসি।
যে স্বপ্নে নতুন আঁশা
বাস্তবতার বীজ বোনা
সেই স্বপ্নের ছোয়া চাই।
যে স্বপ্ন যোগায় আশা
সে স্বপ্নেই বিশ্বাস করি,
যে স্বপ্নের হৃদয় সৌন্দর্যে
আলোকোজ্জ্বল পূর্ণ চিত্ত,
যে স্বপ্নের যোগসাজশে
স্বপ্ন হাজার এক চেতনায়,
সেই স্বপ্নেই বেচে আছি,
সে স্বপ্নেই ভালোলাগা
সেই স্বপ্নেই ভালোবাসা।
গভীর চিন্তার সম্প্রসারণে
সুপ্রশস্ত ভাবের সুপ্রসারে
পূর্ণ যৌক্তিক পরিশ্রমেই
সার্থক হবে স্বপ্ন চিন্তা,
সফল হবে সকল স্বপ্ন
শ্রেষ্ঠ হবেই স্বপ্ন দ্রষ্টা
সফল স্বপ্নের সম্মিলনে
সুফল পাবে উত্তরসূরি।
ধ্বংস নেশার শ্রেষ্ঠ স্বপ্নে
দলতে পারে সভ্য সমাজ।
নিত্য দিনের সকল কাজে
গভীর প্রজ্ঞার প্রয়োগ চাই,
যখন যেমন হতেই হবে
তখন তেমন হওয়া চাই।
প্রতিকারের প্রয়োজনে
প্রতিরোধের দায়িত্ব জ্ঞানে
সর্ব প্রাণের ভাবনা চিন্তায় ,
শুভ্র প্রেমের সঞ্চয় করে
স্বপ্ন সুখের মূর্ছনায় ভরা
যোগ্য প্রাণের মূর্তি চাই।
ঐশী শক্তির সুবিস্তারে
শ্রান্ত করে সকল হৃদয়,
যুগান্তরের নেশায় মেতে
অমর হওয়ার আশা চাই।
আকাশ ভরা তারার মত
স্বপ্ন তারার মেলা চাই,
সফল স্বপ্নের সন্নিবেশে
মুগ্ধ প্রাণে স্পন্দিত চিত্তে
অমর কীর্তির সাধ্য চাই।
সেই স্বপ্নের নির্বাণ চাই
যেই স্বপ্নে প্রজ্ঞা নাই।