আজও বলিনি আমি,তোরে ভালোবাসি,
তুই এই ভাবেই থাকনা,দিন এই ভাবেই যাকনা,
মেঘলা মনে তোরই ছবি,রং তুলিতে আঁকনা।
দিন থমকে থমকে চলছে,কেউ আমায় কিছু বলছে,
সূর্য যেন হাসছে, কি যে মনে চলছে?
আমি তা তো জানি না,
ভালোবাসি বলতে পারি না।
তোমার মিথ্যে সেই রাগটা,মুখ বাঁকানো ভাবটা,
আমায় আলতো করে ছুঁচছে,মাথা শুধু ঘুরছে,
সেই স্মৃতি গুলো আয়না,রোজ করে যে বায়না,
ঝকড়া না করে আজকে,দিন যায় না
আমি তা তো জানি না,
ভালোবাসি বলতে পারি না।
তোর আনকো মনের ছন্দে,বেঁধে রাখি গন্ধে,
তোর লম্বা এলো চুলটা,আমার কিছু ভুলটা
যদি কখোনো কাঁদায় তোরে,তুই জাসনা যেন সরে,
তোর মনটা মনে মাখছি,শুধুই কেন দেখছি,
আমি তা তো জানি না,
ভালোবাসি বলতে পারি না।
তোকে ভাবতে থাকা মনটা,বাজায় শুধু ঘন্টা,
তোর না বলারই চেষ্টা,বাড়ায় আমার তেষ্টা,
তোর লেখা গুলো বলছে,তোর মনে কি যে চলছে,
তোর বৃষ্টি নিয়ে খেলা,এই বিকেলবেলা।
আমি তা তো জানি না,
ভালোবাসি বলতে পারি না।
বুঝি আন্তরের ঐ কষ্ট,তোর সব করেছে নষ্ট,
তোর পাশেতে থাকবো,তোর কাজেতে লাগবো,
তারে আর যে ভোলা যায়না,একলা মন রয়না,
তোর মিষ্টি গন্ধে বন্দী,সেই মন ভোলানো ফন্দি
আমি তা তো জানি না,
ভালোবাসি বলতে পারি না।
তার কল্পনারই বাইরে,স্বপ্ন গুলো গায়রে
মিথ্যা মনের সেচ্ছা,তোরে পাওয়ার শুধুই ইচ্ছা,
গোপনে গান গায়রে,আবেগ যখন বাইরে,
তোর ঘুম জড়ানো মুখটা,বোঝে কষ্ট ভোরা বুকটা,
আমি তা তো জানি না,
ভালোবাসি বলতে পারি না।
আজ এইটুকুই থাকনা,সময় যায় যে চলে যাকনা,
আমি থাকবো তোমার জন্য,নেই মনে কেউ অন্য,
জীবন তোর সাথেই কাটবে,তোকে বেঁধে রাগবে,
কতো আর এটুকু জীবন,বাধুকঁ না মধুরএ লগন।
আমি তা তো জানি না,
ভালোবাসি বলতে পারি না।