বেঁচে থাকার লড়াই,শুধু লড়াই নয়,
আবেগ ভরা ভালোবাসা নিয়ে,পথ চলা।
সে পথ হোকনা যতো দূর,যতটা দুর্বিষহ,
এক বার যদি পৌঁছে যাই,বাড়ির উঠোনে,
মনের সব ক্লান্তি ভয়,মনের গভীরে লুকাবে,
আর সেই জন্যই,সুদূরে পথ চলা,খালি পায়ে,
মৃত্যুর ভয়ে পালিয়ে তুমি,যাবে কোথায়?
মৃত্যু তোমাকে চোখে চোখে রেখেছে সদাই।
রেলে কাটা দেহ গুলি,মৃত্যুর এক মুহূর্তও,
বুঝতে পারেনি,মৃত্যুর পর,বুঝতে পারলো।
এই তো তাদের ছেড়া চটি-জামা,আর ও সব,
ঐ যে দূরে,ছড়িয়ে আছে,পেট ভরার সামগ্রী,
আমরা যাকে রুটি বলি,কেউ কাঁদুক বা না কাঁদুক,
ঐ রুটি গুলো খুব কেঁদে ছিলো,ঐ দিন,
কোনদিন ভাবেনি সে,পথের মাঝে হারিয়ে যাবে।
সে ভেবে ছিল,গরিব শ্রমিকের পেট ভরাবে,
তা আর হয়নি,প্রশ্ন কেন?কার জন্য তা হয়নি?
এতে তার কোনো অপরাধ ছিল না,বলি হলো।
প্রশ্নসূচক বাক্যের জানি,উত্তর মেলা ভার,
ভাগ্যে ছিল মৃত্যু ওদের, কার কি দরকার!!
শ্রমিক যেন নিজের দেশে,ভিক্ষা করে বুঝি,
তারা এই পরাধীন ভারতের,অভুক্ত  সৈনিক যেন,
পেটে খেলেই তবে না পিঠে সয়,পেট কোথায়?
সব চর্বি গোলে,পেটতো পেট নয়,থলি হয়ে গেছে,
একমুঠো ভাতে তা ভরে না,তার কারন হয়তো,
মানুষের হাত সাফাই এর সফলতার জন্য।
সরকার দিয়েছে সবই,ভাগেই গন্ডোগোল,
থাকা,খাওয়া,বাসস্থান,পরিধান,চিকিৎসা,ইত্যাদি।
আর কতোদিন,এ বোঝা ওঠাবে,তা জানা নাই,
শুধু স্বপ্ন দেখে,যেন না পাওয়ার কষ্ট ভরা স্বপ্ন।
তার মনের মন্দিরে কেউ থাকুক বা না থাকুক,
দারিদ্রতার প্রদীপ উদ্ভাসিত,পূর্ব আকাশের ন্যায়,
যে আকাশ কখনত্ত কাঁদায়, বা কখনত্ত হাসায়। জীবনের বেলা বয়ে চলে,কিন্তু এরা মরে না!!
যুগ যুগ ধরে এরা ছিলো,থাকবে,এরা চিরস্থায়ী
রাজা বদলাবে,মন্ত্রী বদলাবে,বদলে যাবে সমাজ,
কিন্তু এই কর্মষ্ঠ শ্রমিকের রক্ত,ঘাম হয়ে ঝরবে,
যতদিন মানুষ থাকবে,ঠিক ততদিন,নইলে!!!!
সমাজের ভারসাম্য বজায় রাখবে কে বা কারা?
আজ তারা ছুটে চলেছে,মৃত্যুকে জয় করতে,
অনেক বাধা বিপত্তি জয় করে,ছুটে আসছে।
যাদের হাতে বাঁধা,জীবনের সোনার চাবিকাঠি,
তারা যদি না ফেরে শেষে,বন্ধ হবে সব ভবের মেলা।
আমরা শুধু শ্রমিক দিবস পালন করতে জানি,
শ্রমিকে ভালোবাসতে নয়,শুধুই দিবসকে মনে রাখতে।
পথ চলতে চলতে,পা হয়েছে ভারি,তবু চলতে হবে,
যতক্ষণ আছে দেহে প্রাণ,মায়া টেনে নিয়ে যায়,
ঘরে তার ছোট্ট ছেলে,মেয়ে,বৌ,বৃদ্ধ মা-বাবা,
চোখের সামনে মৃত্যুর মুহূর্তেও আঁকা ছিল।
তারপর মিডিয়ার গান গাওয়া,শোক মিছিল,
তারপর সব চুপ,আসছে বছর আবার হবে,
শ্রমিক দিবস,মাল্যদানে শ্রমিক সমিতি সংঘ।