আলোর সাজে,সেজেছে বসুন্ধরা,
আকাশ হয়েছে লাল,
তোমার কথা আরও, মনে পড়ে চিরকাল।
অন্ধকারে প্রদীপ জ্বালিয়ে হাতে,
পরনে তোমার শাড়ি,
মশাল হাতে মন,ছুটে যেত্ তোর বাড়ি।
বন্ধু আমার ,রাতের তারার পাশে ,
কথা কয়,হলুদ আলোর সাথে,
আমি একা আজও বসে,কি এসে যায় তাতে?
বন্ধু তুমি কেমন আছো?আমি একলা চলি,
বন্ধু আমার,শুভ দীপাবলী।
তুলসী তলায় ধূপের গন্ধে,তার অনুভূতি ,
মোমের বাতির ছায়ায়,
প্রদীপের পড়তি আলোর মায়ায়।
আলোর বন্যা ঘরে ঘরে,অমাবস্যার রাতে,
আজ ডুবেছে অন্ধকার,
স্মৃতি গুলো গুমরে কাঁদে,সময় হয়েছে পার।
পুকুরের জলে ,নারিকেল মালার আলো,
মনে পড়ে ছেলেবেলা,
জীবনের এতোটা সময়,এখন অবেলা।
তোর অপেক্ষায়,ফুটেছে শালুকের কলি,
বন্ধু আমার ,শুভ দীপাবলী।