এখনো মাঝে মাঝে,সে আসে,শান্ত নীরবতায়,
ফুলের,প্রেমে জোমে থাকা,শিশির কণায়,
কখনত্ত অনেক ধূলিকণার মাঝে,সেও থাকে,
ভোরে চাঁদ ঘুমানোর আগে,ম্লান আলোর সাজে,
এক তারা থেকে,অন্য তারার ,সংযোগ স্থলে।
সে আছে,ধানের সোনালি ঢেউ এর ভীড়ে,
কখনত্ত বা কাদায় জমে থাকা,কালচে ছত্রাকে।
মনে হয় তুমি আছো,কথা বলা,হাসির ছন্দে,
নিঃসঙ্গ হলুদ বিকেলের,রৌদের লম্বা ছায়াতে,
তুমি আছো,রাস্তার ফুটপাতে,কুয়াশার ভীড়ে,
কখনত্ত আবার আমার ছন্দে,নিজের আনন্দে।
জেগে থাকো সদাই,চঞ্চল লক্ষ্যিত চোখে,
একটু পরশের লাগি,নদীর শান্ত জলেও তুমি,
তুমি আছো,সবুজের ক্ষেতে,কিংবা মরুতে,
গন্ধে রয়েছ্ তুমি,নিরাকারে রয়েছ্ তুমি,
হয়তো বা জীব-জড়ের মধ্যস্থলের,সীমানায়।
কবরের সুখ থেকে,মাঝে মাঝে উঠে আসে সে,
যখন পৃথিবী ঢেকে যায়,শান্ত নীরবতায়।