আসবে তো এ বছর তুমি,শারদ সম্ভাষণে?
জানি না কি কথা রেখেছ,তোমার মনে মনে।
সেই প্রথম দেখা,তোমার সবুজ রঙের টিপ,
আকাশে সাদা মেঘের গর্জন,মনে ঢিপ ঢিপ।
ছুঁড়ে দেওয়া,তোমার,মুচকি হাসির স্রোতে,
ভাসিয়ে ছিলে,মনের দুকূল,চলার পথে।
আজও কি লুকিয়ে রবে,সারদ অভিনন্দনে?
আসবে তো এ বছর তুমি,শারদ সম্ভাষণে?
দোলায়িত কাশফুলের সাথে,হাসছে পদ্ম,
ঢাকের তালে,মনে হয় যেন ফেটেছে সদ্য।
আর কটাদিন তারই অপেক্ষায়,দিন গুনী,
যেন মায়ের আগমনীর,বয়ে চলা সুর শুনি।
শিউলি ঝরা সকালবেলা,ধুনুচির সুগন্ধে,
জোড়া শঙ্খের শব্দে,বিচলিত মন আনন্দে।
আপেক্ষায় বসে আছি,মনে পড়ে ক্ষনে ক্ষনে,
আসবে তো এ বছর তুমি,শারদ সম্ভাষণে?
তুমি না আসলে,শরতের মেঘ,হবে না কভু সাদা,
সোনার সকালে শুভ্র আলোয় পড়বে হয়ত বাধা।
সন্ধা নামবে খুব শিঘ্রই,আকাশ ছায়বে মেঘে,
তোমার ত্বরে,সব শিশুরা সারারাত বুঝি জেগে।
তোমার অপেক্ষায়,রুপালি চন্দ্র,চন্দ্রমণি হারা,
জ্যোৎস্না হয়েছে ফিকে,যেন চন্দ্রীমা দিশেহারা। তোমার চোখ দুটি যেন,তুলিতে আঁকা গোপনে,
আসবে তো এ বছর তুমি,শারদ সম্ভাষণে?
ভুলেও একবার,যদি মনে হয়,আসবে না,
তবে কি তুমি,আমাদের ভালোবাসবে না?
হারান্ সুর বাজিয়ে,চলে যেও পিছে ফেলে,
এই হৃদয় কাঁদবে না,অগোচরে চোখ মেলে।
পাষাণ হৃদয় তোমার,কিছুই দেবনা বুঝতে,
মনে রেখ্,চলে গেলে,যেওনা তুমি খুঁজতে।
আসবে না কেন তুমি,বলো কোন অভিমানে,
আসবে তো এ বছর তুমি,শারদ সম্ভাষণে?