স্বাধীনতা ,স্বাধীনতা,সেটা আবার কি?
স্বাধীনতার আড়ম্বরে, মুখে কুলু এঁটেছি।
স্বাধীন দেশে,সবই স্বাধীন,সুখ দুঃখ মিলিয়ে,
প্রতিবাদের ধরন দেখি,গাড়ি বাড়ি জ্বালিয়ে ।
রাস্তা ঘাটে হরতাল,দিন মজুরের কান্না,
খাচ্ছে দেখি দেশের বাবু,ফাইভ স্টারের রান্না।
স্বাধীন হয়ে ঝুলতে দেখি,লাল সবুজে পতাকা,
দারিদ্রতায় নগ্ন হয়ে,ঘোরায় রথের সেই চাকা।
স্বাধীন দেশে‘ স্বাধীন হয়ে,নোংরা করতে পারো,
নীতির কথা,মানবতা,ওসব এখন ছাড়ো।
স্বাধীন ভাবে হচ্ছে চুরি,রেশনেরই দোকানে,
টিকা নিয়ে জালিয়াতি,দেখি যেখানে সেখানে।
মহান দেশে,মহান মানব,করছে টাকা নয় ছয়,
জনগণের টাকা নিয়েই,করছে তারা অভিনয়।
টাকার বোঝা মাথায় নিয়ে,দিচ্ছে বিদেশ পাড়ি,
কাকে ছেড়ে,কাকে ধরবে ,সবাই আধিকারি।
ত্রানের টাকা ভেসে গেলেই,দল বদলের গল্প,
ভরা পেটের খিদের জ্বালা,একটু অল্প-সল্প।
স্বাধীন ভাবে মা বোনেদের,ঘোরার উপায় নাই,
স্বপ্নে সুভাষ এসে সুধায়,কি করেছিস ভাই?
এমন ভারত চাই নি মোরা,ঘরে ঘরে দ্বন্দ্ব ,
রাজার নীতির রঙিন খেলায়,বারুদের গন্ধ।
ভায়ে-ভায়ে কাটাকাটি,মাটি রক্তে হয়েছে লাল,
স্বাধীনতার এতো পরেও, হিংসার বেড়াজাল।
স্বাধীন দেশের,বেকার ছেলে,হোঁচট খেলে পরে,
বেকারত্বের মেলায় ঘুরে,দিনের শেষে মরে।
মরার অধিকার সবার আছে,নেই কোনো বাঁধা,
টাকা আছে? নইলে দেহ ,পুড়বে না দাদা।
স্বাধীন দেশের স্বাধীন নদীর,জলে নেই মাছ,
মৃতদেহ ভেসে যায়, নাই তো আমাদের লাজ!
স্বাধীন দেশের আদালতে,ফাইলেরই বস্তা ,
অন্ধ বিচার,চোখে দেখি,আইন হয়েছে সস্তা।
আমাদের এই মহান দেশে,সব বাবাজির ভক্ত,
দশের ভালো করছে তারাই,সবাই অনুতপ্ত ।
শিক্ষা দীক্ষা পাচ্ছে যারা,অনলাইনে নীলামি,
পড়াশোনা করতে চাইলে,সেটাই হবে বোকামি।
অজুহাত আছে অনেক,সোনার ভারত গড়তে,
বিপ্লবীরা ঝান্ডা হাতে,মরেছে লড়তে লড়তে।
দেশ জুড়ে আজ,সব দিকেতে ,রাজ্য নীতির ছন্দ,
স্বাধীন দেশে সবাই স্বাধীন,কেউ নই মোরা মন্দ।
চোর খুঁজতে গাঁ উজাড় ,আমাদের দেশে,
সব একদিন চুরি যাবে,কিছুই রইবে না শেষে ।
শুধুই দেখি সমালোচনা ,আমাদের বোকাবাস্কে
দেশ চলে সমালোচনায়,নয়কো কোনো ট্যাক্সে।
স্বাধীন দেশে ,স্বাধীন কথা, বলার উপায় নাই,
খালি পেটে শ্রমীক হাসে, দেখি আনন্দে সবাই।
তখন শাসক ইংরেজরা,ছাড়েনি এখনো পিছু,
স্বাধীনতার এত পরেও,বদলায়নি কিছু ।
স্বাধীনতায় বুক বেঁধেছে,আজকে ভারতবাসী,
স্বাধীনতার মন্ত্র নিয়ে,এখন কে পরবে ফাঁসি ?
সহীদ হতে,চায় যে সবাই,ফাঁসির আগে স্ট্যাচু ,
জনগণের প্রশ্ন বাণে,তবে মুখ কেন কাচুমাচু?
ছুটি হিসাবে রয়ে গেল,ক্যালেন্ডারের ভীড়ে,
১৫ই আগস্ট কাঁদে বুঝি,একা নদীর তীরে।
সব শেষে তাই প্রণাম জানাই,আমার মাতৃভূমি ,
কুলু এঁটেই থাকতে হবে,ক্ষমা করে দিও তুমি।