এক মুঠো ভাতের অভাবে,
তারাতো মানুষ,গরিব হতে পারে,
হতে পরে টাকা নাই,বাড়ি নাই,
সম্মানটা তো আছে,চায় মর্যাদা,
তোমাদের ফেলে দেওয়া উচ্ছিষ্ট,
খাবারের আশায়,রাস্তাতে,
রোদে জ্বলে পুড়ে মরছে,
পরিযায়ী জীবন যেন ভিক্ষুক,
কি এসে যায় তাদের সভাবে,
এক মুঠো,ভাতের অভাবে।
জাগো,চোখ চেয়ে দেখ,
উলঙ্গ শিশু রাস্তায় কাঁদে,
কাঁদে ইচ্ছা করে নয়গো,
পেট খালি,এই দুর্ভিক্ষে,
একটু এগিয়ে এসে,ধর হাত
প্রাণটা বেঁচে যেতে পারে,
আবার হাসতে পারে সে,
আমাদের বেঁচে থাকা যেভাবে,
এক মুঠো,ভাতের অভাবে।
আর রাজনীতি নয়,বাবুরা কথায়?
ভোটের বিনিময়ে,দিয়েছ কি?
শুধু অবহেলা,লাঞ্ছনার,মিথ্যা ভাষন,
এবার দেবার, পালা এসেছে,
স্তব্ধ কেন তুমি,জাগো মানুষের দল।
একটু সাহায্যের,বৃষ্টি চাই হেতা,
দুবেলা আধ পেটা,পেলে যারা খুশি,
একটু ডাল ভাত,বাঙালির মনে স্বাদ,
বলো কিছু আজ,তাদের জবাবে,
এক মুঠো,ভাতের অভাবে।
যে মায়ের পরনে,ছেঁড়া কাপড়,
তার ফাটা আঁচলে ঢাকা শিশু,
সে কি বোঝে,গরিব কাকে বলে?
কাকে বলে ধনী?ঐই মাটিতে,
ঘর ছাড়া,দুচোখে লবনাক্ত জল,
সে জল যদি,মিঠা হতো দিতো তারে,
মা আর করবে কি?শিশুর অনাদরে,
তৃষ্ণার্ত শিশু তাই,ভুলেছে কান্না,
পেটের আগুন,কমনে নেভাবে,
এক মুঠো,ভাতের অভাবে।
দূর হতে দূরে,শুধু পেটের দায়ে আসা,
নেই কি,স্ত্রীর প্রতি ভালোবাসা?
সব আছে,গোপনীয় মননে,
তবু কষ্টকে,কাঁধে নিয়ে পথ চলা,
এ পথ যেন,শেষ হবার নয়!!
পথে পড়ে কাঁটা,তবু পথ চলা,
কাঁটা বুঝি কাঁটা নয়,বলছে থামো,
স্বপ্ন নিয়ে পথ চলা,নয় কি বকামো?
তবু তারা পথ চলে,কিসের প্রভাবে?
এক মুঠো,ভাতের অভাবে।