বাংলার এই মাটির দেশে,মাটির ভাঁড়ে চা,
মাটির মানুষ,মাটির পুতুলে মন ভরিয়ে যা।
গ্রামে কিংবা শহরেতে,চায়েতে চুমুক দিয়ে,
গরম চা,শীতের সন্ধায়,জন্মদিন বা বিয়ে।
লাল চা আমরা বলি,কোথাও কালো চা,
দুধ কিংবা ক্রিম মিশিয়ে,চুমুক দিয়ে খা।
আমরা বাঙালিরা খাই,ব্যাকরণ বুঝি নাই,
পান করা কাকে বলে?পানীয় ভুলে যাই।
মসলা চায়ের বড়ই মজা,এলাচ সঙ্গে থাকে,
তেজপাতা,দারুচিনি,প্রেমের ফাঁকে ফাঁকে।
কালো চায়ে তুলসী পাতা,মধু দিয়ে তাতে,
সর্দি কাশি সব পালাবে,চুমুকের সাথে সাথে।
নানা স্বাদের চায়ের বাহার,সেটা ফ্লেবার টি,
নকল চায়ের আসকারাতে,মনটা ভরে কি?
সবুজ চায়ের গুনাগুন,সবাই আমরা জানি,
মাটির খুরিতে চায়ের মজা,সবাই তাই মানি।
বাংলার চা,সব খানেতে,বাজারে কিংবা ট্রেনে,
ওলি গলি ফুটপাতে,যে কোনো বড়ো দোকানে।
বিশ্ব জোড়া চায়ের খ্যাতি, দার্জিলিং এর চা,
ভাবিস কেন এতো কিছু,চুমুক দিয়ে যা।
চিনি ছাড়া লেবু চা,হাওড়ার স্টেশনে,
ডাক শুনে জেনে যাবে,যেখানে সেখানে।
সকালের কর্ম ব্যস্ততা,চায়ে বুঝি মিটে যায়,
বাঙালির কাটে দিন,গরম চায়ের আড্ডায়।