আমার মেঘলা আকাশের,মেঘ হবে তুমি?
সেই সকাল থেকে,খেলবে আমার সাথে,
কখনো বা লজ্জায়,ঘোমটা দিয়ে,আড়ালে,
লুকিয়ে রাখবে,ভালোবাসার হলুদ আলো।
কখনো প্রেমের বর্ষায়,ভেজাবে আমার মন,
যদি কান্না হয়ে ঝরো,তবুও থাকবো সাথে,
চোখের কালো কাজোল,মোছাবে দু নয়ন,
আমার আকাশে মেঘ জমেনা,যখনতখন।
আমার মেঘলা আকাশের,মেঘ হবে তুমি?
সেই যে চলে গেলে,এলেনা আনেক দিন,
আকাশ চেয়ে রহে,খোলা আকাশের পানে,
ডাকছে সদাই যেন, প্রেমের গানে গানে।
ঘনঘটায় বাঁধবে আমার মন,বসে সারাক্ষণ,
গড়িয়ে যাবে বেলা,সেই তোমার পথ চলা,
আলতো বাসাতে,জড়াবে আমার প্রান,
ঝরতে হবেই হেথা,তবে কেন এত অভিমান।
আমার মেঘলা আকাশের,মেঘ হবে তুমি?
যখন বিকেল বেলা,বৈশাখী ঝড়ের রূপে,
তোমার খোলা কালো চুলের,গন্ধগোকুল,
ঝরে পড়ে প্রতিদিন শুধু,প্রেমেরই নামে।
যেমন ঝরে পড়া বকুল,তবুও গন্ধ ছড়ায়,
মরণেরও পরে যেন,তার গন্ধ কাছে পাই।
এই সার্থকতার দুনিয়ায়,যেন আমি অসহায়,
আর হবে কি দেখা?বন্ধু বিদায়।