সাগরের ঢেউ গুলো,যানে তুমি ভালো নেই,
আাকাশের তারারা,যানে আমার কেউ নেই।
সন্ধা বেলায় আমার পাশে,
চোখ জোড়ানো দুচোখ হাসে,
আজ কেন,তুমি পাশে নেই?
গভির রাতে মুখটি বুঝে,রাতের তারারা কাঁদে,
সে যে আমার স্বপ্নে আজও,নিবিড় প্রেমে বাঁধে।
কেমন আছিস একলা মনে,
আজও আছি তোমার বনে,
আজ কেন,তুমি পাশে নেই?
আলতা পরা ঐ পায়েতে,নূপুর কেন হাসে না,
আজ বুঝি সেই হৃদয়,আমায় ভালোবাসে না।
কার বুকেতে মাথা রেখে,
ভুলে গেলি আজ আমাকে,
আজ কেন,তুমি পাশে নেই?
দু:খের কথার কবিতা লিখি,রাতে হেথা রোজ,
ঝরেপড়া পাতা গুলি,আমার একটু ব্যথা বোঝ।
কি করনে হারালো তোমায়,
শুধু শুধু কেন কাঁদালে আমায়,
আজ কেন,তুমি পাশে নেই?
বলবো কেমনে তারে,আজও তোকে ভালবাসি
ছলনার আভিনয়ে,আমারে কেন দিলি ফাঁকি।
শুকিয়ে গেছে গোলাপ খানি,
ভুলেছো তুমি আমায় জানি,
আজ কেন,তুমি পাশে নেই?
মন ভোলানো মিথ্যা কথা,আমায় দিতে পারো
কষ্ট গুলো,ভালোবাসায় ভরিয়ে দেব আরও।
প্রদীপ হাতে ভালোবাসা,
ভাঙলো আমার মনের আশা,
আজ কেন,তুমি পাশে নেই?
সন্ধা হলে,আমার হৃদয়,তুমি তুমি বলেরে,
সত্যি কথার দাবানলে,মোমবাতি আজ গলেরে,
তবে তোরে কেন ভালোবাসি,
মনে হয় আরও কাছে আসি,
আজ কেন,তুমি পাশে নেই?
আমার চলে যাওয়া,হয়তো দুঃখের কারন,
শোনোনি সেদিন তুমি,আমারই বারণ।
ইচ্ছে গুলি কাঁদে হেথা,
পেয়েছি আমি শুধুই ব্যথা,
আজ কেন,তুমি পাশে নেই?