তোমার বাগানে ঝরাফুল আমি
(বিশ্বরাজ সংগীত -রাগ প্রধান গান)
ঠাকুর বিশ্বরাজ গোস্বামী
তোমার বাগানে ঝরাফুল আমি
ধন্য হবো তোমার দু'পা ছুলে ।
নেয় না আমায় কোনো পুজারিনী
ধুলি হোতে পুজোর কাজে তুলে ।।
ফুলবাগিচায় ফোটে ফুলদল
এ ভুবনে তোমার ঈশারায় ,
আসে আলিদল মধু পানে শুধু
মধু নিয়ে সকলে চলে যায় ।
বনের কুসুম পড়ে থাকে বনে
পুজারিনী নেয় না ফুল তুলে ।
ঝরা ফুলদল ধুলার গভীরে
কাঁদে শুধু নীরবে ব্যথা নিয়ে ,
ব্যথাহারী নেই কেহই তাদের
শেষ হয় ধুলিকে সব দিয়ে ।
হৃদিরাজ তুমি হও পুজারিনী
ঝরাফুল নেও তুলে চরণে ,
তোমার পরশ পেল ফুলদল
প্রোমসুধা পাবে প্রিয় মরণে ।
তোমার কুসুম তোমার স্বরণে
পড়ে আছে ধুলায় ভুলে ভুলে ।।