শব্দবর্ণিক ধারা
( উত্তমমিল ও সর্বত্তোমমিলের কবিতা)

ঠাকুর বিশ্বরাজ গোস্বামী

শ্বব্দবর্ণিক ধারাএকঃ-

কবিতার প্রতিটি  লাইনে সমান অক্ষর রাখতে হবে
অর্থাৎ লাইনে যে কয়টি অক্ষর রাখা হবে
পরবর্তী লইন গুলিতে সেই কয়টি অক্ষর
হবে হবে।
প্রথম লাইনে যে কয়টি যুক্ত অক্ষর থাকবে
প্রতি লাইনে সেই কয়টি যুক্ত অক্ষর রাখতে হবে,
পর্বে পর্বে সমান যুক্ত অক্ষর না রাখলেও চলবে।

শব্দবর্ণিক ধারা  নিয়ম দুইঃ-

কবিতার প্রতিটি  লাইনে সমান অক্ষর রাখতে হবে,যতি ব্যবহার করলে প্রতি যতির সমান অক্ষর হবে।
প্রথম  পর্বে  যে কয় অক্ষেরের শব্দ রাখা হবে
প্রতি পর্বে ঐ একই নিয়মে শব্দ রাখতে হবে।
কবিতার প্রথম লাইনে  প্রতি যোতি ভিতর অর্থাৎ পর্বে  যে কয়টি যুক্ত অক্ষর রাখা হবে দ্বিতিয় পর্বেও যে কয়টি যক্ত অক্ষর রাখতে হবে
পরবর্তী লাইন গুলি একই হতে হবে।  
পরবর্তী লাইন গুলি প্রথম লাইনের নিয়মানুসারে হবে।
ধারা এক-এ পর্ব  যুক্ত অক্ষর বসবে।
অর্থাত ইচ্ছামত যক্ত অক্ষর রাখা যাবে,
তবে প্রথম লাইনে যযে কয়টি যুক্ত অক্ষর থাকবে
প্রতি লাইনে সেই কয়টি যুক্ত অক্ষর রাখতে হবে
কিন্তু
দ্বিতিয় ধারায় ইচ্ছামত যুক্ত অক্ষর রাখা যাবে না
এবং বিজোড় অক্ষরের শব্দ ধারা দুই-রাখা যাবে না।

শব্দবর্ণিক ধারা তিন

প্রতি লাইনে সমান অক্ষর হবে
প্রতি যতির ভিতর সমান অক্ষর রাখতে হবে ।
যেমন
লাইনের প্রথম পর্বে অর্থাৎ প্রথম যতি ভিতরে
যে কয় বর্ণ থাকবে এবং দ্বিতিয় যতির ভিতর যে কয় বর্ণ থাকবে পরবর্তি লাইন গুলি একই ভাবে হবে,
কিন্ত  প্রতি লইন শেষে কোনো মিল থাকবে না
প্রথম লইনের শেষ শব্দের সাথে দ্বিতিয় লাইনের
সাথে মধ্যেমিল থাকবে এইরূপ দ্বিতিয় লাইনের
শেষ শব্দের সাথে তৃতিয় লাইনের মধ্যেমিল হবে
পরবর্তি মিল গুলি ঐ একই নিয়মে দিতে হবে
সকর প্রকার যতি ব্যবহার করা যাবে
কবিতার শেষের দুই  লাইনের চরনান্তিক মিল রেখে কবিতা শেষ করতে হবে
শুধু কবিতার শেষে এক দাড়ি থাকবে।

সর্বোত্তমমিল কবিতা লেখার  নিয়মঃ-

প্রথম মিলে শেষে যে দৃশ্যবর্ণের থাকবে
পরবর্তী জোড়নে সেই বর্ণ হতে হবে
আর যে কার থাকবে সেই কার পরবর্তি জোড়নে রাখতে হবে
যেমন
যেমন মিলের বর্ণে যদি প্রথম ুকার থাকে
জোড়নে  ূকার হবে না,  ুকার হোতে হবে
এবং মিলের শেষ বর্ণ যদি ণ থাকে
তাহলে পরিবর্তী জোড়নে ণ রাখতে হবে ন হবে না।
এই ভাবে মিলে প্রথর যুক্ত অক্ষর থাকলে,  জোড়নে যুক্ত অক্ষর রাখতে হবে
আর মিলের প্রথম বর্ণে যে কার থাকে
পরবর্তী জোড়নে সেই কার রাখতে হবে
যেমন
িকার থাকরে িকার,  ীকার থাকলে ীকার
হতে হবে বর্ণ যা-ই হোক ূ কার থাকলে ু কার রাখতে হবে ু কার রাখলে হবে না।

সর্বোত্তমমিলে ও উত্তমমিলে শব্দবর্ণিক ধারা
লেখা যাবে।
সর্বোত্তমমিলে লিখেলে অবশ্যই সর্বোত্তমমিলে লেখা এই কথাটি লিখতে হবে।

বিঃদ্রঃ-
শব্দবর্ণিক ধার  উত্তমমিল ও সর্বত্তোমমিলের কবিতা
লেখা যাবে।
শব্দবর্ণিক ধারায় কবিতা লিখলে
শিরোনামের নিচে শব্দবর্ণিক ধারা
সর্বত্তোমমিলে লেখা এই
কথাটি অব্শ্যই লিখতে হবে।
সর্বত্তোমমিলে অন্যান্য কবিতাও লেখা যাবে
তবে
কবিতার শিরোনামের নিচে  হবে
সর্বত্তোমমিলে লেখা।
আর
শুধু শব্দবর্ণিক ধারায় কবিতা লিখলে
শব্দবর্ণিক ধারা অবশই লিখতে হবে।

                                              
                                              বিনীত
                                    ঠাকুর বিশ্বরাজ গোস্বামী
                                (শব্দবর্ণিক, বিলিরিক ও  
                                   সর্বোত্তমমিলের প্রবর্তক)