সারাক্ষন শুধু কান্না
( ছোটদের রাগ-প্রধান সংগীত)
ঠাকুর বিশ্বরাজ গোস্বামী
সারাক্ষন শুধু কান্না , কেনো করো ওময়না ,
এনেছি বহু খেলনা ।
খেলো তুমি ছোট্টো সোনা , আর ধরো না বায়না ।
কাজটা রয়েছে মেলা, বসে বসে করো খেলা,
সারাখন সারাবেলা ।
করি নাকো অবহেলা ,আমি তোমায় বুঝ না ।।
আর নয় কান্নাকাটি, থেকো তুমি পরিপাটি,
আদর করছে দ্যাখো তোমার প্রাণের মাটি ।
যে দিক ভুবনে চাই , তোমার তুলনা নাই ,
আদরে সুখটা পাই ।
আমার ঘরেতে তাই , তুমিতো চাঁদেরকণা ।।