রবীর কিরণে শশি
(বিশ্বরাজ সংগীত রাগ প্রধান )

ঠাকুর বিশ্বরাজ গোস্বামী

রবীর কিরণে শশি দিচ্ছে আলো ।
রবি তুমি তনুচাঁদে দীপ জালো ।।

আনন্দটি দিচ্ছো তুমি ভালেবেসে ,
প্রেমনীরে দোহে মিলে যাই ভেসে ।
হিয়াটা হিয়াতে মেশে , লাগে ভালো ।।

দিবাকরে  রাতে বাড়ে চন্দ্রকলা ,
ষোলকলা এক করে জোস্নাবতী
দিচ্ছে আলো জোস্নাতলা প্রেমগতি ।

জোস্নাতলা থাকি আশে কবে পাবো,
তুমি আমি এক হয়ে মিশে যাবো ।
প্রেমনীরে শুধু নাবো, জোস্না ঢালো ।।