প্রেম একটি মারাত্বক ধুমকেতু

ঠাকুর ঠাকুর বিশ্বরাজ গোস্বামী

প্রেম একটি মারাত্বক ধুমকেতু
বরপের কাল্পনিক দেহ
যা কামনার আগুনে গলে যায়
তৈরী হয় বিশাল এক লেজ
সে লেজের দ্বারা
ধ্বংস করেতে জীবনসত্ত্বা
অভিকর্ষ শক্তির ফলে।
তুমি জানো কবিতা
সূর্যের থেকে দূরত্ব যত কুমলে
তত বাড়বে যে ধুমকেতুর লেজ
সে লেজ ওয়ালা মহাদৈত্যর নাম
কমেটসি 2014 UN271 ।
গবিরংসি ও ডিনেনলি
মহাশুন্য এই ধুমকেতুকে প্রথম
আবিষ্কার করেন,
এবং গবেষণা করেন
মাইনর পলনেট সেন্টারে
এছাড়া
গবেষক পিডান ওয়ারের বক্তব্য
এই মহদৈত্যটি
রাসায়নিক প্রক্রিয়ায় নিজের থেকে
ধ্বংস না হলে
ভিষণ বিপর্যয় ঘটবে।
আমিও প্রেমকে নিয়ে
গবষণা করে বুলাম
কমেডসি 2014  UN271 থেকে
প্রেম ভয়ানক মহাদৈত্য ধুমকেতু,
মানব কুলকে করতে পারে ধ্বংস
একবার লেজের জন্ম হলে।
তাই  কবিতা তোমার মাধ্যমে
প্রেমের গতি বিধি লক্ষ করে
সৃষ্টি করবো কামনাহীন প্রেমের বলয়
যাতে
নষ্ট না হয় কোনো প্রেমিক-প্রেমিকা।