প্রাণেরতরী সুন্দর লাগে
(বিশ্বরাজ সংগীত- রাগপ্রধান )
ঠাকুর বিশ্বরাজ গোস্বামী
প্রাণেরতরী সুন্দর লাগে তুমি যখন থাকো ।
তখন তরী বাইতে পারি , পুলক মনে নিয়ে ,
অনুরাগে যাই পাড়ি দিয়ে, পিছন ফিরি নাকো ।।
তোমার ছোঁয়ায় রাতে গাঁথী জোস্না ফুলের মালা ,
তোমার প্রেমের অনুরাগে ভরি ফুলের ডালা ।
নোদিতে উঠে তরঙ মালা , সুন্দর মরিমরি,
দোলে আমার প্রাণেরতরী, যখন তুমি ডাকো ।।
তরীতে তোমায় নাহি পেলে , পিছন ফিরে চাই,
পিছন টানে , আঁধার পানে , একলা চলে যাই ।
খুঁজি তোমায় একলা আমি ভাটির গানে গানে ,
তোমার দেওয়া তরীখানি ভাঙছে টানে টানে ।
তরীটি বাও চরণ দানে , ঘুরছি নোনা জলে
জীবনবেলা পড়ছে ঢলে , বাইতে পারি নাকো ।।