পরাণবধু হরিচাদ
(বিশ্বরাজ ভজন)

ঠাকুর বিশ্বরাজ গোস্বামী

পরাণবধু হরিচাদ
পরাণে পরাণে তুমি থাকো ।
ভালোবাসার পরশ বুলিয়ে দূরে থেকো নাকো ।।

প্রেমেরঅলি তুমি হৃদিফুলোবাগে ,
তোমার প্রেম পরশে অনুরাগীহিয়া জাগে ।
তোমাকে প্রিয় আপনার লাগে , গুঞ্জনে যখন ডাকো ।।

গুঞ্জন আমার ভেঙে যায় ঘুম ,
মরমে স্বরণে তোমার চরণে দেই আমি চুম ।

বিশ্বরাজ বলে হে মতুয়ামালি,
বিকেলফুলেররেণু আমি তোমার চরণে ঢালি ।
সাঁঝের প্রদীপ প্রেমাগুনে জ্বালি , হরি তুমি কাছে থাকো ।।