নিজের কাটা খাল
ঠাকুর বিশ্বরাজ গোস্বামী
আত্ম চেতনা হৃদি মাঝে না থাকলে হয় না,
মানুষ নামের রূপে সে জ্ঞানি তারে কয় না।
নিজের বিচার না করলে সেতো আসল বোকা,
সুকৌশলে মানুষকে সে দেয় ভিষণ ধোকা।
মানুষ হয়ে মানবতা যার ভিতরে নাই,
মানুষ রূপে ফানুষ সে বিচার করে পাই।
যৌবনের দাপটে আজ পৃথিবি তার কেনা,
ভাবে বিশ্বের নরনারী তার নিকটে দেনা।
আত্মসুখে বিভোর হয়ে থাকে অজ্ঞান হয়ে,
জীবনটার বেলা যায় ভুলের বোঝা বয়ে।
নগতে সুখ চায় যারা হারায় তারা সব,
ভবিষ্যতটা কাছে এলে করে কান্নার রব।
ভবিতব্য চিন্তায় যারা কাজটা করে যায়,
চিরোটাকাল থাকে তারা সুখানন্দের গাঁয়।
ভেবে চিন্তে কাজটি করো সুখটা পেতে হলে,
ধীরে ধীরে জীবনবেলা নীরবে যাচ্ছে চলে।
শেষ বিকেলে একা একা কাটবে বৃদ্ধকাল,
দেখবে শেষে দুটিচোখে নিজের কাটা খাল।