করো না তুমি রাগ চড়া
ঠাকুর বিশ্বরাজ গোস্বামী
মনকে করো মহাবিশ্ব , নিজকেই ভাবো নিঃশ্ব ,
হয়ে থাকো মহৎপ্রাণ ,
হও তুমি স্রষ্টার দাস , হৃদয় করো মহাকাশ,
নেও তুমি সুন্দর ঘ্রাণ ।
অন্ধের মত ভালোবাসা, হয় সেটি সকলনাশা,
বিচার করো কিসে ক্ষতি,
কু করে ত্যাগ সু-তে আসো, আত্মসুখ সকল নাশো ,
ছোট ভাবো নিজকে অতি ।
সত্যকথা বলার আগে , ভাবো তুমি হৃদয় রাগে ,
যাবে কিনা কথাটি বলা ,
নিজের ভুল আগে ধরো, মানবিক প্রেমেতে মরো ,
ঠিক করো পথটি চলা ।
অসৎ সঙ্গ ত্যাগ ভালো, জ্বালাও সুদীপের আলো,
জাতি নিয়ে করো না ভেদ ।
এক স্রষ্টার সব সৃষ্টি, ত্যাগ করো সব কু-দৃষ্টি ,
মনে রেখো সত্যের জেদ ।
পায়ে পায়ে আছে মরণ , একথাটি রেখো স্বরণ ,
কেউ রবে না এই দেশে ,
কার জন্যে এলাম ভবে , জীবন চলা শেষ হবে,
কোথায় যাবে পথ শেষে ।
এই আমি কোথায় আছে , কার পাখি তোমার কাছে,
কার সত্ত্বায় তুমি গাড়া ,
ভাবো এ সব ঠান্ডা মনে , সুখটি পাবে জীববনে,
করো না তুমি রাগ চড়া ।