জগন্ময়ি মাতা তুমি
ঠাকুর বিশ্বরাজ গোস্বামী
তুমি সতী ভগবতি , অগতির তুমি গতি
অসুর দলনি দেবী ,
অভয় চরণে গিয়ে, হৃদয় কুসুম দিয়ে
জননী তোমারে সেবি ।
তুমি সত্য শিবজায়া, আদ্যাশক্তি মহামায়া
বহু রূপে বিশ্ব জুড়ে ,
লড়ছো অসুর সাথে ,রেখেছো শ্রীকাশিনাথে
শিরের মুকুট চুড়ে ,
কলো রূপে তুমি কালি , করালিনী মুন্ডুমালি
সুখপ্রদ পদতলে ,
শরতের রাণী তুমি , তোমার চরণ চুমি
দুই নয়নের জলে ।
কাত্যায়নী বৃন্দাবনে , অনুরাগ রেখে মনে
রয়েছো রাধার সঙ্গে ,
জগতে তোমার খেলা , নিশিদিন সারাবেলা
নানা রূপ নানা রঙ্গে ।
জাগো চামুন্ডিনি জাগো ,পরো তুমি পরো মাগো
রণং দেহির সাজ ,
কাঁদিছে তোমার সৃষ্টি , দেও মা সুখের বৃষ্টি
অসহায় ধরা আজ ।
জগন্ময়ি রূপে মাতা , বিপদে অভয় দাতা
অসুর নাশিনী শক্তি ,
দশভুজা কুণ্ডলিনী , মহাবিশ্ব প্রসবিনী
শ্রদ্ধাভরে করি ভক্তি ।